তথ্য প্রযুক্তি ডেস্ক:: ধীরগতির ইন্টারনেটের কবলে পড়ে যারা বিরক্তবোধ করছেন, তারা হয়তো জানেনা যে আপনি চাইলেই এর অনেকটা সমাধান করে নিতে পারেন। ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় কিছু টিপস:
* আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনস্টল করুন। আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
* মোবাইলের ‘ক্যাশড ডেটা’ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
* আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। সম্ভব হলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।
* আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে। এই বিষয়গুলো নিয়মিত খেয়াল করলে আপনাকে আর ইন্টারনেটের গতি নিয়ে বিরক্তবোধ হতে হবে না। সূত্র: ইন্টারনেট।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn