ভারতের উত্তরপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের নির্বাচনী ইশতেহার এবং প্রচারণায় বিজেপি বলেছিল, ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হবে। সেই প্রতিশ্রুতিতে বুধবার থেকেই উত্তরপ্রদেশে চালু হল ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’। স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় আচমকা অভিযান চালিয়ে ইভটিজারদের পাকড়াও করবে রাজ্য পুলিশের এই বিশেষ টিম। প্রথমদিন বুধবারেই অভিযানের শুরুতে ‘মহিলাদের কুরূচিপূর্ণ উক্তি করার অভিযোগে’ লক্ষ্মৌ শহর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

উত্তরপ্রদেশ রাজ্যের ডিজিপি জাভেদ আহমদ বলেন, এই স্কোয়াডের মূল উদ্দেশ্য মহিলাদের নিরাপত্তা বাড়ানো। স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় আমরা মহিলাদের উত্যক্ত করার প্রচুর অভিযোগ পেয়েছি। এই বিশেষ দল সেই অভিযোগগুলো সমাধানে সাহায্য করবে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল-কলেজে পুলিশি টহল শুরু হয়েছে বলেও জানান তিনি।

নতুন দায়িত্ব পেয়েই সন্ত্রাসী-দৃষ্কৃতিকারীতের তাণ্ডব থামাতে রাজ্য পুলিশের ডিজিপি জাভেদ আহমেদকে শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারই ধারাবাহিকতায় এই অ্যান্টি রোমিও স্কোয়াড। রাজ্যে প্রচারে এসে একাধিক বার বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন এই স্কোয়াডের কথা। মহিলাদের, বিশেষ করে ছাত্রীদের সাহায্যে মহিলা পুলিশের বিশেষ দল তৈরির কথাও জানিয়েছিলেন তিনি।

তবে বিরোধীরা প্রশ্ন তুলছেন অন্য জায়গায়। এর আগে বিজেপি নেতারা অনেকবার ‘লাভ জিহাদ’ বিরোধিতার কথা বলেছিলেন। তাদের মধ্যে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী আদিত্যনাথও। অ্যান্টি রোমিও স্কোয়াডের কাজের সীমা এখনও নির্দিষ্ট না হওয়ায় এর আওতায় লাভ জিহাদকেও আনা হতে পারে বলে আশঙ্কা বিরোধীদের। তাদের সেই আশঙ্কা আরও বাড়িয়েছেন বিজেপি নেতা সুনীল ভারালা। প্রয়োজন হলে এই বাহিনী লাভ জিহাদ প্রতিরোধেও ভূমিকা নেবে বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn