ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে সিলেটের চার জন!
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশে আগামী ২৭ মার্চ থেকে ‘ইর্মাজিং এশিয়া কাপ ক্রিকেট’ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, হংকং অংশগ্রহণ করবে। এ টুর্নামেন্টের জন্য স্কোয়াডে সিলেটের চার জন স্থান পেতে যাচ্ছেন বলে আভাস মিলেছে। ইমার্জিং এশিয়া কাপে মূলত অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করবে। তবে জাতীয় দলের চার জন ক্রিকেটারও থাকবেন স্কোয়াডে। ওই আসরের জন্য বাংলাদেশ দল অনুশীল করছে শনিবার থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র আভাস দিয়েছে, মূল স্কোয়াডে সিলেটের আবুল হাসান রাজু, রাহাতুল ফেরদৌস জাবেদ, নাছুম আহমদ ও জাকির হাসান স্থান পাচ্ছেন। আবুল হাসান রাজু জাতীয় দল কোটায় এবং বাকিরা অনূর্ধ্ব-২৩ হওয়ার কারণেই সুযোগ পেতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণার উপরই। এর পরেই ঘোষিত হবে ইমার্জিং কাপের স্কোয়াড। আগামী ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এছাড়া ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।