ইসির সংলাপ : আরও ৮ দলের সময়সূচি চূড়ান্ত
ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।৩১ জুলাই সুশীল সমাজের মাধ্যমে এ সংলাপ শুরু হয়। এরই মধ্যে ২ দফায় ১২ টি রাজনৈতিক দলের সূচি নির্ধারণ করা হয়েছে। ২৪ আগস্ট থেকে সেই সংলাপ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় আরও ৮ দলের সময়সূচি নির্ধারণ করলো নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এ পর্যন্ত মোট ২০ টি দলের সময়সূচি চূড়ান্ত করেছে কমিশন।ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সংলাপের জন্য আরও ৮ টি দলের সময়সূচি ঠিক করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। সময়সূচি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন; বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয় পার্টি; ১৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ); বিকেল ৩ টায় প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি); ২০ সেপ্টেম্বর বেলা ১১ টায় গণফ্রন্ট; বিকেল ৩ টায় গণফোরাম এবং ২১ সেপ্টেম্বর বেলা ১১ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; বিকেল ৩ টায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপ হবে।
৩১ জুলাই সুশীল সমাজ, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের পর ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ওইদিন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর সঙ্গে সংলাপ করার সময়সূচি থাকলেও দলীয় অন্য কর্মসূচি থাকার কারণ দেখিয়ে সংলাপে অংশ নেয়নি বিএনএফ। অবশ্য তাদের নির্ধারিত তারিখের ১ মাস পর কমিশনের সুবিধাজনক সময়ে পুনরায় সময় চেয়েছে দলটি।২৮ আগস্ট (সোমবার) সকালে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও বিকেলে খেলাফত মজলিশের সঙ্গে সংলাপ করে ইসি। এছাড়া বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিকেল ৩ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সঙ্গে সংলাপে বসবে কমিশন।ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। ওইদিন বেলা ১১ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ; ১২ সেপ্টেম্বর বেলা ১১ টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৩ টায় ইসলামী ঐক্যজোট এবং ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় কল্যাণ পার্টি, বিকেল ৩ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপের তারিখ নির্ধারিত রয়েছে। ২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্বে ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।