উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে হলে শিক্ষার বিকল্প নেই-মেয়র মনাফ
মো.শাহজাহান মিয়া-
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র জহিরস্ ইনস্টিটিউট এর তৃতীয় শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টের মাদিহা প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার জন নন্দিত মেয়র আলহাজ্ব আবদুল মনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা আজমল হোসেন জামী, মাওলানা আবু আইয়ূব আনছারী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। জহিরস্ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক এম জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও ইনস্টিটিউট এর শিক্ষক রুমেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাসিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা অলিউর রহমান সুহেল। এ সময় আছাবুন্নেছা জামে মসজিদের ইমাম মাওলানা সমুজ আলী, সাবেক কৃতী ফুটবলার নজরুল ইসলাম নজির সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষার পাশাপাশি আমাদের সবাইকে ইংরেজি ভাষা জ্ঞান অর্জন করেত হবে। সেই সাথে ইসলামি শিক্ষায় পারদর্শী হতে হলে আরবি ভাষা শিখতে হবে। বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে জগন্নাথপুরের মানুষকে ইংরেজি ভাষা শিক্ষা দানের মাধ্যমে জহিরস্ ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জহিরস্ ইনস্টিটিউট থেকে ইংরেজি ভাষা শিখে ইতোমধ্যে জগন্নাথপুরের হাজার হাজার মানুষ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন।