শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের কৃষক ও কৃষি কাজের ভূমিকা অপরিসীম। কৃষকরাই আমাদের প্রাণ। তাদের শ্রমে-ঘামে অর্জিত ফসলাদি আমরা আরাম আয়েশে বসে ভোগ করে থাকি। বর্তমান সরকার উন্নয়নের অন্যতম খাত হিসেবে কৃষিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এ ধারাবাহিকতায় সরকার বিনামূল্যে বীজ-সার ও কীট নাশক বিতরণ করছে।সরকারের কৃষিখাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কৃষকদের সহায়তার ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার কৃষকদের উন্নয়নে নানা প্রণোদনা প্রদানের ফলে বর্তমানে কৃষকরা একটি শক্ত অবস্থানে রয়েছে। এতে করে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। প্রাকৃতিক দুর্যোগসহ সকল প্রতিকুল অবস্থার মধ্যেও কৃষকদের ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে এবং দেশকে এগিয়ে নিতে হবে। বিগত প্রাকৃতিক দুর্যোগে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এসব ক্ষতি কাটিয়ে উঠতে হলে আমাদের উদ্যমী হতে হবে।

আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে আগামীতে দ্বিগুণ ফলন উৎপাদন করা এদেশের কৃষকদের পক্ষে সম্ভব। তিনি শুক্রবার সকালে বিয়ানীবাজার উপজেলা সম্মেলন কক্ষে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৫শত কৃষকদের মধ্যে প্রায় ৫ লাখ টাকার সরিষা, ভূট্টা, মূগডালসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn