প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি পাঠ্য বই প্রস্তুত করেছে সরকার। পহেলা জানুয়ারি থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে বইগুলো বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর পহেলা জানুয়ারি ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই দেয়া হবে। ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ জন শিক্ষার্থী এ বই পাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্রে জানা যায়, শতভাগ বই এরই মধ্যে দেশের সব স্কুলে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ১ জানুয়ারি উৎসব আমেজের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। গেল বছরের তুলনায় এবার ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী বেড়েছে। ফলে এবার ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বই বেশি ছাপা হয়েছে বলে শিক্ষা মন্ত্র্যণালয় সূত্রে জানা গেছে।

নতুন বছরের প্রথম দিন ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই মিলিয়ে মোট ২৬০ কোটি ৮৮ লাখ এক হাজার ৯১২টি বই বিতরণ করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রাথমিকের শিক্ষার্থীদের স্বল্প পরিসরে অনেক আগে থেকে বই দেওয়া হলেও ২০১০ সাল থেকে সরকার প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারও আলাদা আলাদা স্থানে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করবে। ১ জানুয়ারি সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন। এই উৎসবে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেবেন। অন্যদিকে একই দিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn