একশ পেরিয়েই ছন্নছাড়া বাংলাদেশ

সৌরভ মাহমুদ –

গল টেস্টে কুশল মেন্ডিসের ১৯৪, দিমুথ গুনারত্নের ৮৫ এবং এবং নিরোসান ডিকভেলার ৭৫ রানে ভর করে ৪৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের জোড়া হাফসেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছিলো সফরকারী বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে তামিম-সৌম্য গড়েন ওপেনিং জুটিতে রেকর্ডও। পার করেন দলীয় একশ রানের কোটাও কিন্তু এরপর যেন হঠাৎ করেই ছন্দ হারালো সফরকারীরা। হাফসেঞ্চুরির পর রান আউটের খড়গে পড়ে বিদায় নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর তিন নম্বরে নামা মুমিনুল হকও বেশিক্ষন টিকতে পারেননি। ব্যক্তিগত সাত রানেই সাজঘরের পথ ধরেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১২৭ রান। সৌম্য ৬১ ও মুশফিকুর রহিম হক ০ রানে অপরাজিত আছেন। ৪৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। যদিও ব্যক্তিগত চার রানের সময় জীবন পেয়েছেন সৌম্য। লাকমলের বলে বাঁ-হাতি এই ওপেনারের সহজ ক্যাচ ফেলে দেন পেরেরা। এরপর ব্যক্তিগত ২৮ রানে জীবন পান তামিমও।

এই দুজনের ব্যাটে রানের চাকা ঘুরতে থাকে সফরকারীদের। চা বিরতির পর প্রথম ঘণ্টায় দুজনই দেখা পান হাফসেঞ্চুরির। প্রথমে ৮৬ বলে পাঁচ চার ও এক ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন সৌম্য। এরপর ৯৩ বলে ছয় চারে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরির দেখা পান তামিম। এই জুটি গড়ার পথে  শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে তামিম-সৌম্য গড়লেন ওপেনিং জুটির রেকর্ড। আগের রেকর্ডটিতেও ছিলেন তামিম। ২০১৩ সালের কলম্বো টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে জহুরুল ইসলামকে নিয়ে ৯১ রানের পার্টনারশিপ করেছিলেন দেশসেরা ওপেনার।

হাফসেঞ্চুরির পর ইনিংসের ৩৬তম ওভারে লাকসান সান্দাকানের বল তামিমের ব্যাট ফাঁকি দিয়ে লঙ্কান উইকেটরক্ষক ডিকভেলার হাতে জমা পড়ে। এমন সময় তামিম বুঝে উঠতে না হঠাৎ করেই ক্রিজ ছেড়ে রান নেওয়ার উদ্দেশে বেরিয়ে আসেন বাঁ-হাতি এই ওপেনার। সেই সুযোগে উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক ডিকভেলা। ১১২ বলে ছয় চারে ৫৭ রানে থামে তামিমের ইনিংস। সেই সঙ্গে ভাঙে সৌম্যর সঙ্গে গড়া ওপেনিং জুটিতে তাদের রেকর্ড গড়া ১১৮ রানের জুটি। এরপর তিন নম্বরে নামা মুমিনুল হকও এদিন ব্যর্থতার পরিচয় দেন। ব্যক্তিগত সাত রানে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরেছেন সৌম্য ও অধিনায়ক মুশফিক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট