এক মাসের মধ্যে চাকসু নির্বাচনের দাবি চবি ছাত্রলীগের
bartaadmin
জানুয়ারি ১৪, ২০১৯
এক মাসের মধ্যে চাকসু নির্বাচনের দাবি চবি ছাত্রলীগের২০১৯-০১-১৪T১৫:১১:৪৩+০০:০০
ক্যাম্পাস, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত
আগামী এক মাসের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেধে দিয়েছে চবি ছাত্রলীগের একাংশ। সোমবার বুদ্ধিজীবী চত্বরের সামনে চাকসু নির্বাচনের দাবিতে আয়োজিত এক মানবন্ধনে এ দাবি জানান তারা। এক মাসের মধ্যে নির্বাচন দিতে মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠনদের সাথে আলোচনা করে নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধনে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, দীর্ঘ দিন ধরে চাকসু নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়ে কথা বলার কেউ নেই। যাদের জন্য এ বিশ্ববিদ্যালয় তারাই অবহেলিত থেকে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পর্ষদের নির্বাচন প্রতি বছর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের স্বেচ্ছাচারিতা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতেই চাকসু নির্বাচন দিচ্ছেন না। তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে ভোটার তালিকা প্রস্তুত ও তফসিল ঘোষণা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ দাবি মানা না হলে সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে ছাত্রলীগ। চবি ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আওয়ালের পরিচালনায় এ সময় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সহ-সম্পাদক আজাদুর রহমান, তারেকুল ইসলাম প্রমুখ। ১৯৯০ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। ওই নির্বাচনে ভিপি নির্বাচিত হন নাজিম উদ্দিন এবং জি এস হন আজিম উদ্দিন। এরপর দীর্ঘদিন ধরে এ নির্বাচন বন্ধ রয়েছে।
সংবাদ টি পড়া হয়েছে :
১৫৮ বার