এবার Skype-এ ভিডিওতে বিবাহ বিচ্ছেদ
অনলাইন শপিং, ই-ব্যাঙ্কিং, ই-এডুকেশনের গণ্ডি ছাড়িয়ে এবার আইনি ব্যবস্থাতেও ডিজিটাল পদ্ধতির প্রবেশ । আর তার অনুঘটক হল স্কাইপ-এর মতো ভিডিও ও ভয়েস কলিং অ্যাপ। ভারতে দেওয়ানি আদালতের ইতিহাসে এই প্রথম এক দম্পতির বিবাহ বিচ্ছেদ হল স্কাইপ-এর মাধ্যমে। বিবাহ বিচ্ছেদ মামলার শুনানির জন্যে স্বামী শনিবার সিঙ্গাপুর থেকে পুনে উড়ে আসলেও কিছু ব্যক্তিগত কারণের জন্যে লন্ডন থেকে আসতে পারলেন না স্ত্রী। কিন্তু তার জন্যে আটকে থাকল না বিচ্ছেদ। আগে যা কখনও হয়নি তাই করে দেখাল পুনের এই আদালত। স্ত্রীকে অনুমতি দেওয়া হল স্কাইপ-এ উপস্থিত থাকার। পারস্পরিক সম্মতির ভিত্তিতে ২০১৬ সালের ১২ অগস্ট বিচারপতি ভি এস মালকানপাট্টে রেড্ডির এজলাসে ডিভোর্স ফাইল করেন এই দম্পতি। ২০১৫ সালের ৯ মে অমরাবতীতে হিন্দু মতে বিয়ে হয়েছিল এঁদের। পরবর্তী সময়ে তাঁদের কাছে বিদেশে কাজ করার সুযোগ আসে। স্বামী সিঙ্গাপুরে চলে গেলেও বিয়ের জন্যে লন্ডন যেতে পারেন না স্ত্রী। স্ত্রীর মতে বিয়ে তাঁর ক্যারিয়ারের ক্ষতি করছিল। ক্রমেই বাড়তে থাকে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব। স্বামী-স্ত্রী দু’জনের হয়েই মামলা লড়েন আইনজীবী সুচিত মুন্দাদা। পুনে মিররকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘এই প্রথম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হল ১৩বি ধারায়। ২০১৫ সালের ৩০ জুন থেকে আলাদা বসবাস করতেন স্বামী-স্ত্রী। ’ সূত্র: দ্য হিন্দু