আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেটের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। সিলেট সার্কিট হাউসে ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি দেখা করেন। দুইদিনের সফরে বৃহস্পতিবার সকালে সিলেট আসেন ওবায়দুল কাদের। ওই দিন দক্ষিণ কোরিয়া থেকে সিলেটে ফেরেন আরিফুল হক চৌধুরী। রাতে ওবায়দুল কাদের যখন সার্কিট হাউসে অবস্থান করছিলেন তখন সেখানে যান মেয়র আরিফ। দেখা করেই তিনি মন্ত্রীর হাতে একটি পত্র তুলে দেন। তাতে সিলেটের উন্নয়নের নানা দাবি ছিল। এ সময় মেয়র নগরীর উন্নয়ন ও সিলেট ভোলাগঞ্জ বাইপাস সড়ক ‘বাদাঘাট-এয়ারপোর্ট’ রোড ট্রাক চলাচলের উপযোগী করে চালু করার দাবি জানান। জবাবে মন্ত্রী এ সড়কটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করার আশ্বাস দেন। বিশ্বমানের নগর গড়তে হলে বিনিয়োগ ও কাজে গতিশীলতার পাশাপাশি নাগরিক সমর্থন ও মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন উল্লেখ করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রীর কাছে দেয়া চিঠিতে সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ও একটি পর্যটন নগরী হিসেবে উল্লেখ করেন। মেয়র উল্লেখ করেন, এখানে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকরা বেড়াতে আসেন। ভোলাগঞ্জ থেকে হাজারো পাথর বোঝাই ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে পাথর পরিবহন করছে। এসব ট্রাক নগরীতে প্রবেশ করায় যানজটের পাশাপাশি পানির লাইন ও সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে, এই সড়ক দিয়ে বিমানবন্দরে যাতায়াতকারী সাধারণ মানুষের পাশাপাশি ভিভিআইপি ও ভিআইপিদের যাতায়াতেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মেয়র বলেন, ২০১৮ সালের ১৫ই মার্চ পিইসির সভায় বাদাঘাট-এয়ারপোর্ট বাইপাস সড়কটি ৬ লেনে উন্নীত করার বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রয়োজনীয়তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন মর্মে সিদ্ধান্ত হয়। এমতাবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ওই সড়কটি ছয় লেন কিংবা চার লেনে উন্নীত না হওয়া পর্যন্ত দ্রুত ট্রাক চলাচলের উপযোগী করে চালু করার ব্যবস্থা গ্রহণে দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সিলেট আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn