ওমান সরকারের এমন ঘোষণার পর বাংলাদেশ থেকে ওমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকবে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ২ ডোজ টিকা ব্যতীত ওমানে প্রবেশে অনুমিত দেওয়া হবেনা বলে জানিয়েছ দেশটির সিভিল এভিয়েশন অথরিটি।
এছাড়া, ওমান প্রবেশের পূর্বে যাত্রীকে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সনদপত্র, টিকা গ্রহনের সনদপত্র দেখাতে হবে।ওমান বিমানবন্দরে পৌছার পর পিসিআর পরীক্ষা করাতে হবে এবং ইলেকট্রনিক ট্র্যাকিং ব্রেসলেট সহ বাধ্যতামূলক পৃথকীকরণে প্রবেশ করতে হবে।
পিসিআর পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে যাত্রীকে পরীক্ষার তারিখ থেকে শুরু করে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যে যাত্রীরা ভ্রমণের আগে সংক্রামিত হয়েছিল সে দেশে তারা নির্ধারিত সময় কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে এমন প্রমাণ জমা দিতে সক্ষম হলে তাদের কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে। এদিকে, যে সকল প্রবাসীদের ছুটির মেয়াদ ছয় মাস শেষে হয়েছে তারা কিভাবে পুনরায় ওমান প্রবেশে করবেন এই বিষয় সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এছাড়া, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন অথবা হোম কোয়ারেন্টাইন সেই বিষয়ও কোন তথ্য পাওয়া যায়নি।