যারা নতুন কম্পিউটার ব্যাবহার করছেন তাদের জন্য কিছু মিনি টিপস শেয়ার করা হলো। হয়ত কিছু মানুষের এটি কাজে লাগতেও পারে:১. প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।২. Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।৩. কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।৪. রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন। ৫. বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।৬. কম্পিউটার VIRUS দূর করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিৎ।৭. কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।৮. প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন। ৯. অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না করে। এতে আরও ক্ষতিই হয়। ১০. ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল। ১১. নিয়মিত‘কুলিং ফ্যান’মুছে পরিষ্কার করে রাখুন। ১২.ঘন ঘন windows সেটআপ দিবেন না। এতে কম্পিউটারের তাৎক্ষণিক গতি বারলেও পরবর্তীতে মাদারবোর্ডে সমস্যা হতে পারে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn