আনোয়ার হোসেন মামুন, কাতার প্রতিনিধি:কাতারের রাজধানী দোহায় ক্রেন দুর্ঘটনায় সাত বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সকাল ৮টায় দোহার আল খিছা রোডের ২৪ নম্বর ব্রিজের পশ্চিম পাশে আল বান্ডারিয়া কোম্পানির একটি প্রজেক্টে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন দোহা আল ওয়াকরা হামাদ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম জানান, ২৫০ জন বাংলাদেশি মারা যাওয়ার যে গুজব তৈরি হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি নিজে মঙ্গলবার দোহা হামাদ মেডিকেল ও আল ওয়াকরা হামাদ মেডিকেল ভিজিট করেছি।

তিনি বলেন, আল ওয়াকরা হামাদ মেডিকেল আহত সাত বাংলাদেশির সঙ্গে কথা বলেছি, আল বান্ডারিয়া কোম্পানি ও কাতারের পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা সাত বাংলাদেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আমি নিজে সরেজমিনে গিয়ে আহত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন গণমাধ্যমে পাঁচজন নিহতের খবর প্রকাশ হয়েছে। এদের মধ্যে মিশর, নেপাল, ভারত ও নাইজেরিয়ার নাগরিক আছে বলে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn