কালামের ‘গুরু’ ছিলেন মুলায়ম!
এপিজে আবদুল কালামের গুরু কে? উত্তর হতেই পারে মুলায়ম সিং যাদব। কালাম নিজেই এই স্বীকৃতি দিয়ে গিয়েছেন। তেরো বছর পরে সেই অজানা দিক উঠে এল।
প্রয়াত সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন এস এম খান। তিনি কালামকে নিয়ে একটি বই লিখেছেন। বইটির নাম— ‘দ্য পিপলস প্রেসিডেন্ড: এ পি জে আবদুল কালাম’। সেই বইয়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে অনেক অজানা কথা আছে।
মুলায়ম তখন দেশের প্রতিরক্ষামন্ত্রী। কালাম ছিলেন বিজ্ঞান উপদেষ্টা। সেই সময় হিন্দি বলতে বেশ সমস্যা হত কালামের। মুশকিল আসান হয়ে দেখা দিলেন মুলায়ম। তিনি তখন হিন্দি শিখিয়েছিলেন কালামকে। তারপর সেই সরকার পড়ে যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ফিরে যান মুলায়ম। এদিকে কালাম হয়ে যান দেশের রাষ্ট্রপতি। কালামকে রাষ্ট্রপতি করার পেছনেও অদৃশ্য এক ভূমিকা ছিল মুলায়মের।
কৃষকদের একটি সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল কালামকে। সেই সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন ৪০ হাজার কৃষক। তাদের সামনে কালাম প্রথমে হিন্দিতেই বলা শুরু করেন। শুরুতেই বলেন, ‘আমি যেটুকু হিন্দি বলতে পারছি, তার কৃতিত্ব মুলায়ম সিং যাদবের। কারণ, তিনি যখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, আমি ছিলাম তার বিজ্ঞান উপদেষ্টা। উনিই আমাকে হিন্দি শিখিয়েছেন।’
কালামের সেই বক্তৃতার কথা উঠে এল তার এক সময়ের প্রেস সচিবের বইয়ে। জানা গেল, অন্তত একটি বিষয়ে তার গুরু ছিলেন মুলায়ম।
সূত্র : আজকাল