কাস্টঘরে চোর আটক, সুনামগঞ্জ থেকে মোটর সাইকেল উদ্ধার
সিলেট :: সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে এক চিহ্নিত মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার চোর আটক ও মোটর সাইকেল আটকের ঘটনা ঘটে। আটককৃত চোর আলী আকবর তপু মিয়া (২২) সুনামগঞ্জ জেলা সদরের তেঘরিয়ার মৃত টিপু মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর লালদিঘীরপাড়ে বসবাস করছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, বুধবার আলী আকবর তপু মিয়াকে নগরীর কাস্টঘর রাস্তার মুখ থেকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর বাজার থেকে একটি চোরাই সুজুকি ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। জেদান আল মুসা আরও জানান, তপু মিয়া চিহ্নিত মোটর সাইকেল চোর। তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে ৬-৭টি মামলা রয়েছে। গত ১ জুলাই সে সিলেট নগরীর জামতলাস্থ সপ্তদীপা ৯ নম্বর বাসার গ্রিল কেটে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। চোরাই মোটর সাইকেলটির দাম ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক ওই বাসার মৃত শশী মোহন পৈত্যের ছেলে আশীষ কুমার পৈত্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।