টানা বর্ষন ও নদীর পানির বৃদ্ধিতে তাহিরপুর উপজেলার শনির হাওরের ঝুঁকিপূর্ণ বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শহরিয়ার। শুক্রবার বিকালে তিনি শনির হাওরের আহম্মখখালী, শয়তানখালী, মলিয়ার বাঁধ ও মাহমুদপুরের বাঁধ  পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন। বাঁধ পরিদর্শনকালে তিনি হাওরের ফসল রক্ষায় ঝুঁকিপূর্ণ বাঁধের সার্বিক অবস্থা ও কৃষকদের দুর্ভোগের চিত্র কৃষিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তার কাছে তুলে ধরবেন বলে জানান। এছাড়া হাওরের ফসল রক্ষায় আপদকালীন সময়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানান এবং প্রয়োজনে বিশেষ মনিটরিং সেল গঠন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করে সুনামগঞ্জবাসী ফসল রক্ষার ব্যবস্থা নিতে তিনি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্যা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সেলিনা আবেদীন, শ্রীপুর ইউপি সদস্য মো. গোলাম সরোয়ার ও মিয়া হোসেন, মারালা গ্রামের মুরব্বী মো. বদিউজ্জামান, তাহিরপুর উপজেলা কৃষক লীগ নেতা ওয়াহিদুজ্জামান খসরু, নোবেল খান,  যুবলীগ নেতা গোলা কিবরিয়া, ছাত্রলীগ প্রতীক হাসান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn