কেন্দ্রীয় নেতাদের দুই নিদের্শনা দিলেন শেখ হাসিনা
উৎপল দাস।।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের ওপর বেশ সন্তুষ্ট। আগামী নির্বাচনের আগে দলের মধ্যে কোনো ধরণের কোন্দল না রাখতে কেন্দ্রীয় নেতাদের তিনি দুইটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আয়োজিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন বলে পূর্বপশ্চিমকে জানিয়েছে বৈঠক সূত্র। সূত্র আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, আমি নিজেই দলের মনোনয়ন দেখছি। বাকিদের কাজ হচ্ছে দলের মধ্যে কোনো ধরণের যেন কোন্দল না থাকে সেদিকে খেয়াল রাখা। আওয়ামী লীগের তৃণমূলকে জাগিয়ে তুলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় নেতারা নিয়মিত বৈঠক করবেন। এবং সেই বৈঠকের ফলাফল দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানাতে হবে। মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক পূর্বপশ্চিমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো নির্দেশ দিয়ে বলেন, তৃণমূলের যত অভিযোগ রয়েছে সবগুলোই কেন্দ্রকে জানাতে হবে। কেন্দ্র থেকে বৈঠক করে যে সিদ্ধান্ত জানানো হবে সেটাও তৃণমূলকে মানাতে হবে।