কোন শিক্ষককে জগন্নাথপুর ছেড়ে যেতে দিব না –জেলা শিক্ষা কর্মকর্তা
জগন্নাথপুর :: সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্জানন বালা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে বর্হিবিশ্বে সুনামগঞ্জের ব্যাপক স্বনাম রয়েছে। সেই স্বনামকে সবাই মিলে ধরে রাখতে হবে। তিনি বলেন, কোন শিক্ষককে জগন্নাথপুর ছেড়ে যেতে দিব না। জগন্নাথপুরকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে শিক্ষকরা অত্যন্ত ভালবেসে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া করাতে হবে। “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে মাসিক সমন্বয় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং শিক্ষক সালেহা পারভীন ও শিক্ষক অনন্ত পাল’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টার’র ইনষ্ট্রাক্টর হারুনুর রশীদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি রমেন্দ্র কুমার গোপ, শিক্ষক মোশারফ হোসেন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক ফরিদ আহমদ জামাল ও গীতাপাঠ করেন শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য। অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় সংগীত দল এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, কামাল উদ্দিন, শিক্ষক আবদুল খালেক, নিশিকান্ত রায়, জালাল উদ্দিন, ধীরেন্দ্র তালুকদার, রুহুল আমিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শতশত শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।