কোমলমতি শিশুদের ইসলামী শিক্ষা দিন
মীরজাহান মিজান:-জগন্নাথপুরে রমজান মাস ব্যাপী মাশকুল কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মে রোববার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর সদরের রাণীগঞ্জ রোডে অবস্থিত হিফযুল কুরআন একাডেমির উদ্যোগে প্রতি বছরের মতো এবারো রমজান মাস ব্যাপী মাদ্রাসা ভবনে কোমলমতি হিফয ছাত্রদের শুদ্ধ কুরআন তেলাওয়াত শেখানোর উদ্দেশ্যে মাশকুল কুরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে একাডেমির পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিয জুনায়েদ আহমদ খানের অর্থায়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শায়খ বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানীর সভাপতিত্বে এবং একাডেমির সহকারি পরিচালক হাফিয মাওলানা মুফতি রফিকুল ইসলাম ও শিক্ষা সচিব হাফিয মাওলানা আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, মাশকুল কুরআন কোর্সের প্রশিক্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারী হাফিয মাওলানা মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন, মাওলানা অলি উদ্দিন, মাওলানা আবুননছর ইমাদ উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ। এ সময় একাডেমির সহকারি পরিচালক হাফিয মাওলানা মুছলেহ উদ্দিন, হাফিয মাওলানা মুফতি নাজিউর রহমান নাজমুল, মাওলানা আবদুল ওয়াহিদ, হাফিয রহমত উল্লাহ, হাফিয আবদুস সোবহান, মাওলানা রুহুল আমিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী ফয়জুল হক, জয়নুল হক জয়, মনির হোসেন, বাচ্চু মিয়া আজিজুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারের অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, ধর্মীয় শিক্ষায় পারদর্শী করতে আপনাদের কোমলমতি শিশুদের ইসলামী শিক্ষা দিন। দ্বীনি শিক্ষা অর্জন করলে শিশুরা সাধারণত ন¤্র-ভদ্র হয় এবং বড় হয়ে তারা বিপথগামী হওয়ার আশঙ্কা কম থাকে। যে কারণে এসব শিশুরা দেশের বুঝা না হয়ে সম্পদ হওয়ার সম্ভাবনা বেশি।