খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ঢাকায় বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে বিএনপি, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানী ঢাকার একাধিক এলাকায় কয়েকটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকালে শাজাহানপুর এলাকায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তোলা হবে। এখন ইট মারলে পাটকেল দিয়ে প্রতিরোধ করতে হবে। আর ছাড় দেওয়া হবে না।’
বিকালে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ করে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এসময় সংগঠনের সহসভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্মসম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অনেকে উপস্থিত ছিলেন। একই দিন বিকালে শাহবাগে ঝটিকা বিক্ষোভ করে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। সংগঠনের সহসভাপতি এজমল হোসেন পাইলটের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এছাড়া, রাজশাহী, খুলনা, কুমিল্লা, সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।