চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আব্দুর রব হল থেকে আড়াই বস্তা দেশীয় অস্ত্র ও বেশকিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১ ঘণ্টা যাবত পরিচালিত অভিযানের সময় এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।তবে এ সময় কাউকে আটক করা হয়নি।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২০-৩০টি রামদা, বেশকিছু লোহার রড ও পাইপ ও ২ বস্তা পাথর রয়েছে। এসময় এক কেজির মত গাঁজা এবং পরিত্যক্ত অবস্থায় থাকা নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আব্দুর রব হলে অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় বেশকিছু দেশিয় অস্ত্র ও নেশা জাতীয় দ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছি। এসময় মেয়াদোত্তীর্ণ ১০-১৫ টি আইডি কার্ড পেয়েছি। সেগুলো যাচাই বাছাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া কিছু পরিত্যক্ত রুম আমরা সিলগালা করে রেখেছি।’ বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বলেন, ‘অভিযান চলাকালীন আমি ছিলাম না। আমি অভিযানের পরে গিয়ে ২ বস্তা পাথর উদ্ধার করেছি। এসময় ৪টি কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn