চুম্বণ নিয়ে দ্বি-খণ্ডিত জাতি
মাসুদা ভাট্টি(ফেসবুক থেকে)-আহা চুম্বণ চুমুক তাও এতো দুষ্প্রাপ্য হয়ে গেছে যে, রাষ্ট্রের নাগরিকবৃন্দ তা নিয়েও হয়ে যায় দ্বি-খণ্ডিত বৃষ্টির গন্ধমেখে ঠোঁটের খাঁজের জলটুকু বিলিয়ে দিয়ে ও শুষে নিয়ে কোনো নর ও নারী যদি মুহূর্তমাত্র আনন্দে ভাসে তাতেও নাগরিকের এতো কেন যন্ত্রণা? এতো সত্যি যে, এদেশে যা কিছু গোপন তাই-ই বৈধ তাতেই চুলকে ঘা করার মতোন সুখ অথচ বিকেল বিকেল কাজশেষের ক্লান্তি নিয়ে দু’টি হাত যদি মেলে একত্রে যদি ঘামের ঘোরে বৃষ্টিজলে নোনা ঠোঁটজোড়া একে-অপরে আশ্রয় খোঁজে তবে রাষ্ট্রের রাজনীতি সংবিধান ধর্ম নীতি-নৈতিকতার শরীর থেকে কোন্ সুক্ষ্ম চুল খসে পড়ে – জানার ইচ্ছে হয় নিজেকে নুতন যুগের নাগরিক দাবী করে দিনমান অন্তর্জালে যৌনকাতর বার্তা পাঠানো শেষে উদ্দাম প্রাণের দুই নর-নারীর ছবি সেঁটে যারা আঁতুরি-পঁচা গন্ধের সিদ্ধান্ত দেয় — তারা মৃত মানুষের মগজ নিয়ে জীবিত-শব বিকেল-ভোলানো হাসিকে যে তার ঠোঁটের ফাঁকে ডুবিয়ে নেবে এ পোড়া পৃথিবী তারেই মানুষ বলে স্বীকৃতি দেবে, বাকী সব অহেতুক আবর্জনা পৃথিবীর বুকে উকুন কিংবা ছারপোকা।