ছাতকের আলোচিত ৬ মার্ডারের আপোষ-নিষ্পত্তি
ছাতকের কালারুকা গ্রামের আলোচিত ৬ মার্ডারের আপোষ-নিষ্পত্তির বিষয় নিয়ে গ্রামবাসীর মধ্যে আবারো উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্ডারের আপোষ-নিষ্পত্তির গচ্ছিত টাকা আত্মসাতের অভিযাগও তুলেন প্রতিবাদী গ্রামবাসী। গত বুধবার রাতে গ্রামের কয়েক শ’মানুষ ছাতক থানায় এসে বিষয়টির আইনানুগ ব্যবস্থার দাবী জানালে ছাতক থানার ওসি বিষয়টি উভয় পক্ষের সাথে বৈঠক করে সমাধানের চেষ্টা করবেন বলে গ্রামবাসীকে আশ্বস্থ করেন। জানা যায়, ২০১১ সালে সুরমা নদীতে বাঁধ নির্মাণ নিয়ে কালারুকা গ্রামবাসীর সাথে কোম্পানীগঞ্জের পারকুল গ্রামবাসীর সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কালারুকা গ্রামের তাজ উদ্দিন, জামাল আহমদ, জমশিদ আলী, সহিদুল ইসলাম, ইউসূফ আলী ও নূর উদ্দিনকে প্রতিপক্ষরা সুরমা নদীতে ফেলে কুপিয়ে হত্যা করে। উভয় পক্ষে কয়েক শ’ মানুষ আহত হয়। এ ঘটনায় ছাতক থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বিষয়টি আপোষে নিস্পত্তির জন্য ২০১৫ সালে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির মধ্যস্থতায় চলতি বছরের ১৭ এপ্রিল বিষয়টি নিহতের পরিবারের সহায়তার জন্য ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়। প্রতিবাসী গ্রামবাসীদের দাবী, ১১ সদস্যে কমিটির ৬ জনকে না জানিয়ে গচ্ছিত টাকা ভাগ-বন্টনের চেষ্টা করা হচ্ছে। কোন হিসাব-নিকেশ না দেখিয়ে এক কমিটির ৫জন সদস্য এক তরফাভাবে সিদ্ধান্ত নিয়ে গচ্ছিত টাকা খরছ করছেন। এতে নিহতদের পরিবার আপোষ-মিমাংসার টাকা থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে।