ছাতকের লাফার্জ সুরমা’র বিরুদ্ধে শ্রমিক নেতার মামলা
ছাতকস্থ লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে শ্রম আদালত ঢাকায় আদালত অবমাননার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জন শ্রমিকের পক্ষে লাফার্জ পরিবহন শ্রমিক সংগ্রাম কমিঠির সভাপতি মো. খালেদ মিয়া ঢাকাস্থ শ্রম আপিল ট্রাইবুনালে এ মামলা (নং ৪/২০১৭ইং) দায়ের করেন।শুনানী শেষে বিজ্ঞ আদালত লাফার্জ কর্তৃপক্ষকে আগামি ১৫ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ প্রদান করেছেন।জানা যায়, দীর্ঘ ৫বছর যাবৎ লাফার্জের পরিবহন শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। শ্রমিকরা তাদের বেতন-ভাতাসহ ন্যায্য অধিকার আদায়ে আইনী লড়াইয়ে একের পর এক আদালতে রায় পাওয়া সত্বেও লাফার্জ কর্তৃপক্ষ তা- বাস্তবায়ন না করে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আপীল করে শ্রমিকদেরকে অশেষ হয়রানী করছেন।
এব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কয়েক দফা আন্দোলন করেছে। কিন্তু মামলাটি আদালতে বিচারাধিন থাকায় ২৩জন শ্রমিকের দাবি বস্তবায়ন হয়নি। সর্বশেষ লাফার্জ কর্তৃপক্ষ উচ্চ আদালতে রায় অবমাননা করে ৫বছর থেকে কোন জবাব না দিয়ে নীরব ভূমিকা পালন করায় অবশেষে আদালত অবমাননা কনডেম মামলা নং ৪/২০১৭ইং দায়ের করা হয়। এতে লাফার্জের সিও রাজেশ কে সুরানা, এইচআর ডাইরেক্টর শরিফুল ইসলাম, প্ল্যান্ট ম্যানেজার ই.আর. কিম ও প্ল্যান্ট এডমিন এনামুল হককে আসামি করা হয়েছে। এছাড়া লাফার্জের পরিবহন শ্রমিকদের পক্ষে উচ্চ আদালতের রায় কার্যকর করতে বিশেষ অনুরুধ জানিয়ে লাফার্জসহ বিভিন্ন মহলে চিঠি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। তিনি সিলেট বিভাগীয় কমিশনার, সুনামঞ্জ জেলা প্রশাসক, ছাতক উপজেলা নির্বাহী অফিসার, ছাতক থানার অফিসার্স ইনচার্জ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিঠিসহ বিভিন্ন মহলে পত্রের অনুলিপি প্রদান করেছেন।