ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত দু’ শিশুর অবস্থা আশংকাজনক
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত দু’ শিশুর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গুরুতর আহত দু’শিশু বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ৩ এপ্রিল ছাতক থানায় ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাউদপুর গ্রামের আবদুল ওয়াদুদ ও তার ভাইদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের সুন্দর মিয়ার। এ বিরোধের জের ধরে গত ১ এপ্রিল আবদুল ওয়াদুদের উপর হামলা চালায় সুন্দর আলী ও তার লোকজন। এসময় বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের উপরও চড়ার হয় হামলাকারীরা। হামলায় আবদুল ওয়াদুদের ভাতিজা তোফায়েল আহমদ (৯) ও আবু সুফিয়ান (১২)। পরিবারের সদস্য আছমা বেগম, জমসেশ আলম, নাছিমা বেগম, ফয়জুল হক ও মোজাম্মেল হক আহত হন, আছমা বেগম (৩৫), জমসেদ আলম (৪৫), নাছিমা বেগম (৩২), ফয়জুল হক (২৭) ও মোজাম্মেল হক (২৫)সহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত তোফায়েল আহমদ ও আবু সুফিয়ানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আবদুল ওয়াদুদের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, মামলায় প্রধান আসামী সুন্দর আলী ও শিমুলকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।