ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মর্মান্তিক মৃত্যু
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাফেজ মোহাম্মদ মাছুম বিল্লাহ (৫০) নরসিংদী জেলা সদরের করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত শব্দর আলীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাছুম বিল্ল¬াহর লাশ মাদ্রাসার ছাদ থেকে উদ্ধার করা হয়। হাফেজ মাছুম বিল্ল¬ার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী ও মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বেলা আড়াইটায় মরহুমের জানাজার নামায গড়গাঁও মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে লাশ নিয়ে যাওয়া হয় মরহুমের গ্রামের বাড়ি ঢাকার নরসিংদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, গড়গাঁও মাদরাসার প্রধান শিক্ষক মাছুম বিল্ল¬াহ প্রায় ১৪ বছর ধরে গড়গাঁওসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। এর আগে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার ভূরকি হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক। দূর্ঘটনার খবর পেয়ে এএসপি সার্কেল দূলন মিয়া ও থানার ওসি আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার এসআই ওয়াহিদুর রহমান জানান, মাদরাসার ছাঁদের উপরে ছেড়া বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকেলে মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে নিহত হাফেজ মাছুম বিল্লাাহর লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।