ছাতকে ভেঙ্গুরের আক্রমনে ৩জন নিহত, আহত ৩
চান মিয়া–
ছাতকে ভেঙ্গুর পোকার আক্রমনে ৩জন নিহত ও আহত হয়েছেন আরো ৩জন। একসপ্তাহের মধ্যে এসব হতাহতের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, বুধবার ২৭সেপ্টেম্বর উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির কহল্লা গ্রামের আবুল কালামের পুত্র হাসান আহমদ (৮) লাকড়ি সংগ্রহের সময় ভেঙ্গুরপোকার আক্রমনে গুরুতর আহত হয়। এসময় হাসানের মা- হেলেনা বেগম (৩৫), বোন কলি বেগম (৬) ও ভাই হুছন আহমদ (১১) আহত হয়। এদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর হাসান আহমদের মৃত্যু ঘটে। এদিকে গত ২৩সেপ্টেম্বর কালারুকা ইউনিয়নের সঙ্করপুর (নজমপুর) গ্রামের মছকন্দর আলীর পুত্র আমির আলী (১৮) পুকুরপারে বাশঁ কাটতে গিয়ে ভেঙ্গুরের কামড়ে আহত হলে ২৬সেপ্টেম্বর চিকিৎসাধিন অবস্থায় হাসপতালে তার মৃত্যু হয়। সে কালারুকা পয়েন্টের বলাই মিয়ার দোকান কর্মচারি বলে জানা গেছে। এছাড়া গত ২০সেপ্টেম্বর উত্তর খুরমা ইউপির নানশ্রী (এলংগি) গ্রামের মফিজ আলীর পুত্র মনোহর আলী (৩৫) ভেঙ্গুরের আক্রমনে ঘটনাস্থলেই মৃত্যুবর করেছেন। ঘটনার দিন তিনি আমন ফসলের চারা নৌকায় ভর্তি করে কালারুকা খাল দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নজমপুর গ্রামের নিজাম উদ্দিনের বাড়ির পাশে ভেঙ্গুরর বাসায় নৌকার লগির আঘাত লাগে। এতে ভেঙ্গুরের দল তাকে আক্রমন করলে প্রাণ রক্ষার্থে সে পানিতে ঝাপ দিয়ে তলিয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।