ছাতকে লাফার্জের শতাধিক শ্রমিক চাকুরিচ্যুত
চান মিয়া
ছাতকস্থ লাফার্জের এইচ আর এন্টারপ্রাইজ ও শাহজাহান ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর অধীনে প্রায় শতাধিক শ্রমিককে অধিকার বঞ্চিত করায় তারা মানবেতর জীবন যাপন করছে। ফলে রোববার (৭মে’) উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, দু’প্রতিষ্টানের অধীনে প্রায় ৮/১০ বছর থেকে এসব শ্রমিক লাফার্জে কর্মরত রয়েছেন। কিন্তু কোন লিখিত ঘোষণা ছাড়াই গত ১মে’ থেকে এসব শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে সঙ্গতি রেখে বেতন-ভাতা বৃদ্ধির দাবি করায় ১মে’ থেকে তাদের কাজ বন্ধ রাখা হয়। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিেিটডের মেকানিক্যাল সংগ্রাম কমিটির সভাপতি ছাদ মিয়া ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ জানান, শ্রমিকদের ইন্সুরেন্স সুবিধা, শতভাগ বেতন বৃদ্ধি, ডাস্ট এলাউন্স সুবিধা, মেডিকেল ছুটির সুবিধাসহ সকল সরকারি ছুটির সুবিধা, মাসের নির্দিষ্ট তারিখে বেতন-ভাতা, ছুটির দিনে ডিউটি করলে অভার টাইম সুবিধা, ঈদ বোনাস, শ্রমিকদের ক্যান্টিন ব্যবস্থা ও শ্রম আইন অনুযায়ি শ্রমিকদের পাওনাটি পরিশোধের দাবি করেন। কিন্তু দাবির পর থেকে প্রেক্ষিতে শ্রমিকদের উপর নানা অত্যাচার-নির্যাতন শুরু হয়। শ্রমিকরা তাদের কর্মস্থল হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এব্যাপারে আইনগত সহায়তার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন শ্রমিকরা। নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খান আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে লাফার্জ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।