ছাতকে সরকারি চাল আটক, চেয়ারম্যান লাঞ্ছিত
ছাতকে দরিদ্রদের মধ্যে বিতরণের সরকারি সহায়তার চাল পাচার করে অন্যত্র বিক্রির সময় ১০ বস্তা চাল আটক করেছে স্থানীয় জনতা। এসময় এলাকাবাসী আওয়ামী লীগ সমর্থিত এক ইউনিয়ন চেয়ারম্যানকে লাঞ্ছিত করে। গতকাল রোববার সকালে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মছব্বির ইউনিয়ন তথ্য অফিস কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদের মাধ্যমে ১০ বস্তা চাল বিক্রির জন্য চেচান বাজারের আনোয়ার মিয়ার দোকানে পাঠান। খবর পেয়ে স্থানীয় জনতা এ চাল আটক করে। পরে ইউনিয়ন কার্যালয়ে চেয়ারম্যান আব্দুল মছব্বির ও তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদকে ক্ষুব্ধ লোকজন লাঞ্ছিত করে। এনিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয় উত্তপ্ত ছিল। পরে ১০ বস্তা চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফেরত এনে ঘটনাটি স্থানীয়ভাবে নিস্পত্তি করা হয়েছে বলে জানা গেছে। উপকারভোগীসহ স্থানীয় একাধিক লোক জানান, চাল আটকের পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হাজী মুহিতুর রহমান তালুকদারসহ এলাকার লোকজন বিষয়টি নিস্পত্তি করেন। চেয়ারম্যান আব্দুল মছব্বির চাল আটকের ঘটনা অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এ বিষয়ে যে বা যারা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে, তাদের বিরুদ্ধে আমি মামলা করবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, চাল নিয়ে সমস্যা হয়েছে জানতে পেরে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে উপ-সহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদকে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খান বলেন, চাল আটকের ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।