ছাতক ও দোয়ারায় পৃথক অভিযানে ভারতীয় বিড়ি গাঁজাসহ আটক ২
ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় আমদানী নিষিদ্ধ নাসির বিড়ি ও গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পূত্র ইউনুছ আলী (৪০) সীমান্ত এলাকা দিয়ে ১০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ আটক করে বাগানবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা। বিড়ি আটকের ঘটনায় রাতেই নায়েক খায়রুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, একই দিনে সিলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর একটি অভিযানে ছাতকের আলমপুর এলাকা থেকে ২শ’৫০গ্রাম গাঁজাসহ নুরুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করা হয়। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মাফিজ আলীর পূত্র। গাঁজা আটকের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিরা রানী দেবী বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।