ছাত্রলীগের নামে যারা অপকর্ম করবে তাদের কাউকে ছাড় না দেয়ার হুশিয়ারি দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, অপকর্মকারীদের ছাত্রলীগ নিজেই আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে তুলে দিচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কারা ফটকে হামলাসহ অন্যান্য ঘটনায় যেসব ছাত্রলীগ নেতাকর্মীর নাম ওঠে এসেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রলীগ। কিছুদিন আগে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্তে সাংবাদিক নির্যাতনের সাথে যাদের নাম ওঠে আসবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এস এম জাকির হোসাইন বলেন, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাত্রলীগ করা যাবে। যাদের বয়স বেশি হয়ে গেছে তাদেরকে চাকরিসহ অন্য পথ খোঁজার পরামর্শ দেন তিনি। সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল আহাদের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির। বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু। ক্বওমী মাদরাসার স্বীকৃতি দেয়াকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারি চাকরিতে সিলেটের মানুষের পিছিয়ে পড়া রোধ করতে সিলেটে পিএসসির আলাদা পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর পরীক্ষাও সিলেটে নেয়ার দাবি জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক। প্রতিটি ক্ষেত্রে স্থানীয়দের নিয়োগ নিশ্চিতেরও দাবি জানান তিনি। সেই সাথে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবি জানান এসএম জাকির হোসাইন। এই দাবির পক্ষে সাংবাদিকদের আরো বেশি করে লেখনীর অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ মো. নোমান, নির্বাহী সদস্য মো. কামরুল ইসলাম, চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সকালের খবরের ব্যুরো প্রধান ফারুক আহমদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার মঞ্জুর আহমদ, আরটিভির সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার নূর আহমদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, এটিএন নিউজের সিলেট প্রতিনিধি সজল ছত্রী, যমুনা টিভির ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, সময় টিভির চিত্র সাংবাদিক দিগেন সিংহ, দৈনিক ভোরের কাগজের সিলেট প্রতিনিধি সিন্টু রঞ্জন চন্দ, ডেইলী স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, সময় টিভির চিত্র সাংবাদিক নৌসাদ আহমেদ চৌধুরী, এসএ টিভির ব্যুরো ইনচার্জ আব্দুল আলিম শাহ, এসএ টিভির ক্যামেরাপার্সন শ্যামানন্দ দাস, মাছরাঙা টিভির স্টাফ রিপোর্টার শাকির আহমদ, ক্যামেরাপার্সন রাজন, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার মাইদুল রাসেল, ক্যামেরাপার্সন শফি আহমেদ, চ্যানেল এস’র রিপোর্টার  সুজাত প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর সভাপতি আব্দুল বাছিত রোম্মান, মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn