জগন্নাথপুরে কাবিখা প্রকল্পের টাকা আত্মসাত!
জানা যায়, মেইন সড়ক (জগন্নাথপুর-পাগলা রোড) থেকে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজের জন্য কাবিখা প্রকল্পের আওতায় ২ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। উক্ত প্রকল্পের কাজের বরাদ্দ মেইন সড়ক (জগন্নাথপুর-পাগলা রোড) থেকে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটি ভরাটের কাজ করার কথা থাকলেও সামান্য অংশে দায়সারাভাবে নামমাত্র মাটি ফেলা হয়েছে। যার ফলে গ্রামবাসীসহ স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচলের সমস্যা হয়ে দাঁড়ায়। উক্ত রাস্তা দিয়ে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ চলাচলের সমস্যা চিন্তা করে গ্রামবাসী নিজ উদ্যোগে প্রায় দেড় লাখ টাকা ব্যয় করে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন। হিজলা গ্রামের আব্দুর রউফ বলেন, ‘সরকারি বরাদ্দকৃত টাকা থেকে সামান্য মাটি ফেলে অধিকাংশ টাকাই লুটপাট করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও গ্রামবাসীসহ সর্বস্তরের জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটির নির্মাণকাজ করেছি।’ একই গ্রামের আতা উল্লা বলেন, ‘সরকারি টাকা বরাদ্দহ লেও অধিকাংশ টাকাই লুটপাট করেছে আওয়ামী লীগ নামধারী নেতারা। তাই সরকারি বরাদ্দকৃত টাকার সদব্যবহার হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আমরা গ্রামবাসী নিজ অর্থায়নে উক্ত রাস্তা নির্মাণ করেছি।’