জগন্নাথপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনার সিএনজি চালক গ্রেফতার
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর: জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনার সিএনজি চালক কয়ছর মিয়াকে (৩৫) গ্রেফতার করেছেন। সে ছাতক উপজেলার তকিপুর গ্রামের মছব্বির মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামের অষ্টমশ্রেণীর ছাত্রীর সঙ্গে একই এলাকার বাসিন্দা শিক্ষক বাপ্পা সেনের গণধর্ষণের ঘটনায় সিএনজির চালক ছিলেন কয়ছর মিয়া। অভিযোগ রয়েছে, সিএনজি চালক কয়ছর মিয়া ওই ছাত্রীকে জগন্নাথপুর থেকে সিএনজিযোগে গোবিন্দগঞ্জ নিয়ে যান এবং ধর্ষণের পর বাড়ি পৌঁছে দিয়ে যায়। গত মঙ্গলবার রাতে ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস ও জগন্নাথপুর সেকেন্ড অফিসার হাবিবুর রহমান হাবিব পিপিএম এর নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ ছাতকে অভিযান চালিয়ে সিএনজি চালক কয়ছর মিয়াকে গ্রেফতার করেন। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস বলেন, ইতিমধ্যে ধর্ষণের মূল হোতা শিক্ষক বাপ্পা সেনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার সিএনজি চালককেও গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।