জনকল্যাণমুখী প্রকল্প আনুন বাস্তবায়ন করা হবে: পরিকল্পনামন্ত্রী মান্নান
মন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ় প্রতিজ্ঞ। দুর্নীতির প্রতি সরকারের \’জিরো টলারেন্স\’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, \’দুর্নীতি করবো না, কাউকে করতেও দেয়া হবে না। এই নীতিতে সরকার কাজ করছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক ট্রাক টার্মিনাল উদ্বোধন সিলেটের দীর্ঘ দিনের দাবি ছিল। আজ এ দাবি পূর্ণ হয়েছে উল্লেখ করে মন্ত্রী নগরীতে যে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তার জন্য মেয়র আরিফুল হক চৌধূরীর প্রশংসা করেন বলেন, কাজ পাগল মানুষদের প্রধানমন্ত্রী ভালবাসেন। তিনি নগরীর উন্নয়নে নীজেদের মূল্যবান জমি জনস্বার্থে ছেড়ে দেয়ায় নগরবাসীকেও ধন্যবাদ দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। পরে মন্ত্রীকে নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীতে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পৃথক এসব অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক, প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস, প্যানেল মেয়র-২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, শান্তনু দত্ত শন্তু, আজম খান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ,রেজওয়ান আহমদ,এস এম শওকত আমীন তৌহিদ, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সহ সিসিকের অন্যন্য কাউন্সিলর, মহিলা কাউন্সিলরবৃন্দ, জেলা প্রশাসকের প্রতিনিধি ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।