জনগণ দুর্নীতি ধরতে পেছনে দাঁড়িয়ে আছে: সিলেটে পরিকল্পনামন্ত্রী
bartaadmin
অক্টোবর ১৯, ২০১৯
জনগণ দুর্নীতি ধরতে পেছনে দাঁড়িয়ে আছে: সিলেটে পরিকল্পনামন্ত্রী২০১৯-১০-১৯T১৩:২৯:২২+০০:০০
শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত, সিলেট
সিলেট:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের জনগণ এখন খুবই সচেতন। তারা দুর্নীতি ধরতে আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রীর আগ্রহ একটি সুন্দর দেশ গড়া। এজন্য সব খাতে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার চান তিনি। আমাদেরকেও সেভাবে সব কাজ সম্পন্ন করতে হবে। আজ শনিবার দুপুরে সিলেটে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘উন্নয়ন খাতে বরাদ্দের টাকার মালিক দেশের জনগণ। এসব টাকার হিসাব জনগণকে দিতে হবে। আমরা উন্নয়নের বরাদ্দকৃত টাকার যথাযথ ব্যবহার চাই। বালিশ, পর্দা ও বদনা দুর্নীতির মতো কলঙ্ক নিতে চাই না।’ এম এ মান্নান আরো বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরাও সচেতন আছি, দুর্নীতিবিরোধী সংগ্রাম চালিয়ে যাবো।’ উদ্বোধন হওয়া ট্রাক টার্মিনালটি ভবিষ্যতে আরো সম্প্রসারিত হতে পারে বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী মান্নান। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ট্রাক টার্মিনাল কয়েক মাস ব্যবহার করে দেখবো আমরা। জনগণের টাকায় যাদের জন্য এই টার্মিনাল নির্মিত হয়েছে, তারা যদি এর সঠিক ব্যবহার না করে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখে, তাতে সম্প্রসারণ করে কী লাভ?’ ট্রাক টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সংবাদ টি পড়া হয়েছে :
৬৯ বার