জামালগঞ্জে ১১ টি গ্রামে কৃষকলীগের কিষাণী কমিটি গঠন
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীরর সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাবা শামীমা শাহরিয়ার গতকাল জামালগঞ্জের বেশ কয়েকটি গ্রামে মহিলাদের স্মতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে কৃষকলীগের পক্ষে কীষানি কমিটি গঠন করেন। প্রতিটি কমিটি তে ১০১ জন করে সদস্য নিয়ে কৃষক লীগের নারী কমিটি গঠন করেন। এই সমস্থ কমিটির সদস্যরা কৃষক লীগের উপজেলা, ইউনিয়ন ও গ্রাম কমিটির অংশ হিসাবে তৃণমূল পর্যায়ে কৃষকলীগকে শক্তিশালী করবেন। জামালগঞ্জ উপজেলার লম্বাবাক, কালীপুর, সদরকান্দি, মোমিনপুর, ইনসানপুর, আলীপুর, ঝুনুপুর, উলুকানি, যতীন্দ্রপুর সহ প্রায় ১১ টি গ্রামে আজ কমিটি গঠনের কার্যক্রম শেষ করেন। এ সময় উপজেলা কৃষকলীগের নেতা, আলী আমজাদ, শামসুল আলম, জালাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, আলমামুন, নারীনেত্রী সালমা বেগম তাছলিমা বেগম, জামিলা বেগম, আসমা বেগম, ছাত্রনেতা মাহমুদুর রহমান তারেক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পুর্বে সকাল ১০ ঘটিকায় তিনি সাচনাবাজার আখরার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির চেয়ারম্যান জনাব ইউসুফ আল আযাদ, বাবু মানিক লাল রায়, পংকজ পাল চৌধুরী, চিত্তরঞ্জন পাল, মন্তোস সরকার সহ বনিক সমিতি ও আখড়া কমিটির নেতৃবৃন্দ।