জামিন নামঞ্জুর, গয়েশ্বর কারাগারে
ঢাকা: নাশকতার মামলায় রমনা থানায় দায়ের করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন। এর আগে বিকেল ৩টা ৩৫ মিনিটে গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, গয়েশ্বরকে আজ রমনা থানার মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তদ কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।