এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফের জামিন নাকচ করেছেন আদালত।। ফলে তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে। ঢাকার মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনসারী রোববার শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেন। মামলার সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬, ৩৭৯ ও ৫০৬ ধারার অভিযোগ রয়েছে। এর মধ্যে চুরি করার অভিযোগ এনেছেন বাদী। শুনানি শেষে বিচারক আসামি জেরিনের জামিন নাকচ করে দেন। এ মামলায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণারসহ চুরি অভিযোগ রয়েছে। আগে গত শুক্রবার ঢাকার মহানগর প্রণব কুমার হুই জিনাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য ১২ মার্চ দিন করেন। রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গত গত ৯ মার্চ রাতে গ্রেফতার করা হয়।এমামলাটি বাদি রওনক ওরফে মোমিন।এ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন জেরিন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn