জেলার প্রতিটি উপজেলায় ১টি করে কলেজ জাতীয়করণ হচ্ছে
জাতীয়করণের চূড়ান্ত তালিকায় সুনামগঞ্জ জেলার ৯টি কলেজ অন্তর্ভুক্ত হয়েছে। কলেজ ৯টি হল, তাহিরপুরের বাদাঘাট ডিগ্রি কলেজ, বিশ্বম্ভরপুরের দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ ও শাল্লা ডিগ্রি কলেজ।২০ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয়ের এক চিঠিতে জাতীয়করণের জন্যে চূড়ান্ত ২৮৫টি কলেজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি (সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) নিকট হস্তান্তর করে রেজিট্রিকৃত দানপত্র (উববফ ড়ভ মরভঃ) জরুরী ভিত্তিতে মন্ত্রনালয়ে পাঠাতে বলা হয়েছে।