জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিঃ এক পরিবারের একাধিক,পদবঞ্চিত অনেকে
জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। জেলা সম্মেলনের প্রায় দুই বছর পর বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের কমিটি দলীয় সভানেত্রী শেখ হাসিনা অনুমোদন দেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার রাতে জেলা নেতৃবৃন্দের কাছে অনুমোদিত কমিটি হস্তান্তর করেন। নয়া কমিটির বিভিন্ন পদে যারা মনোনীত হয়েছেন তাঁরা হলেনÑ সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন আহমদ, সিদ্দিক আহমদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আয়ুব বখ্ত জগলুল (মরহুম), অ্যাডভোকেট শফিকুল আলম, সৈয়দ আবুল কাসেম (যুক্তরাজ্য প্রবাসী) রেজাউল করিম শামীম, অবনী মোহন দাস ও অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেন পিপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘নতুন এই কমিটি সুনামগঞ্জ জেলায় দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাধারণের কাছে দলকে আরো জনপ্রিয় করা এবং আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবে।’ প্রায় ১৯ বছর পর ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে আওয়ামী লীগের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দলীয় সভানেত্রীর পক্ষে সভাপতি হিসাবে মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেছিলেন।
একই পরিবারের একাধিক সদস্য স্থান পেয়েছেন
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘পারিবারিক বন্ধনের পরিচয়ে কেউ কমিটিতে আসেননি, এসেছেন নিজ নিজ যোগ্যতায়।’