জেলে যেতে হলো ইরানিয়ান মেসিকে!
নাম তার রেজা পারাস্তেশ৷কিন্তু এখন আর এই নামে কেউ চেনে না তাঁকে৷ ২৫ বছরের যুবকের এখন নাম ‘ইরানিয়ান মেসি৷ তবে এমন তারকাখ্যাতি বিপদে ফেলে দিয়েছে তাঁকে৷ রেজার সঙ্গে সেলফি তুলতে এই সপ্তাহান্তে এত লোক হাজির হয়েছিল যে ইরানের হ্যামেদান শহরে জ্যাম লেগে গিয়েছিল৷ সেজন্য রেজাকে থানায় নিয়ে যাওয়া হয়, তাঁকে আটকে রাখা হয় কিছুক্ষণের জন্য৷ সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার পেছনে কিন্তু তাঁর বাবাই দায়ী৷ বাবার চাপাচাপিতেই বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরে ছবি তুলে একটি খেলার ওয়েবসাইটে পাঠিয়ে দেন রেজা৷ প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি৷ রেজা সেই প্রসঙ্গে বলেন, ‘আমি রাতে ছবি পাঠালাম আর সকালেই ওরা ফোন করল৷ দ্রুত যেন একটা সাক্ষাৎকার দিই।’ শুরু হয়ে গেল নতুন মেসিকে নিয়ে তোলপাড়। প্রথম দিকে একটু বিরক্ত হলেও এখন এটা আনন্দের সঙ্গেই মেনে নিচ্ছেন রেজা৷ তিনি আরও বলেছেন, ‘এখন সবাই আমাকে ইরানের মেসি হিসেবেই দেখে৷ আমি তাঁর সবকিছু অনুকরণ করি৷ কোথাও গেলে সবাই আমাকে দেখে খুশি হয়,আর এটাই আমার আনন্দ৷’