জাহিদ বিপ্লব

২০ দলীয় ঐক্যজোট ও ১৪ দলীয় জোটের বাইরে ‘জাতীয় ঐক্যজোট’র ব্যানারে তৃতীয় আরেকটি জোট গঠন করতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রাথমিকভাবে এই জোটে ৪২টি দল অন্তর্ভূক্ত হবার কথা থাকলেও দলগুলোকে আপাতত সরাসরি এই জোটে রাখা হচ্ছে না। সেক্ষেত্রে জোটের পরিধি আরো কম হবে বলে জাপা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আর সম্ভাব্য এই জোটের রূপরেখা ও আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণ ঠিক করতেই শনিবার দলের সর্ব্বোচ্চ নীতি নির্ধারনী প্রেসিডিয়াম সভা ডেকেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এ প্রসঙ্গে জাতীয় ঐক্যজোটের সমন্বয়কারী সুনীল শুভ রায় বিবার্তাকে বলেন, আমরা জোট গঠনের ঘোষণা দেয়ার পর ৪২টি দল আমাদের সাথে জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এতগুলো দল নিয়ে একটি জোট হলে এখানে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এর পরিধি কমানোর। এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি ছোট ছোট কয়েকটি দল নিজেদের মধ্যে জোট করবে। যেমন কয়েকটি ইসলামী দল একত্রিত হয়ে একটি জোট ঘোষণা করবে। এরকম কয়েকটি জোট নিয়েই আত্মপ্রকাশ ঘটবে জাতীয় ঐক্যজোটের।
সম্ভাব্য এ জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিগত একমাস যাবত জোটের নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং জোটের সমন্বয়কারী সুনীল শুভ রায়। আব্দুল লফিত নেজামী নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, মাওলানা আব্দুল মান্নানের ইসলামী ফ্রন্টসহ কয়েকটি নিবন্ধিত দলও এসব বৈঠকে অংশ নেন।
জাতীয় ঐক্যজোটে কয়টি নিবন্ধিত দল থাকবে জানতে চাইলে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বিবার্তাকে বলেন, ১৪দলীয় জোটে ১৪টি দল থাকলেও আওয়ামী লীগই এখানে ফ্যাক্টর, পক্ষান্তরে ২০দলীয় জোটেও বিএনপিই ফ্যাক্টর। জোটে কয়টি নিবন্ধিত দল আছে এখানে এটা বিবেচ্য নয়। দেশের অপর বড় জোটগুলোতেও নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হাতে গোনা কয়েকটা। তবে অবশ্যই আমাদের নেতা এরশাদের নেতৃত্বে যে জাতীয় ঐক্যজোট হচ্ছে সেখানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে। জোট আত্মপ্রকাশ হবার পর আরো অনেক নিবন্ধিত দল এই জোটে আসবেন, অপেক্ষা করুন দেখতে পাবেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn