জয়া সেন ১৮তম সংসদ অধিবেশনে’র সভাপতিমন্ডলির সদস্য হলেন
bartaadmin
নভেম্বর ১৩, ২০১৭
জয়া সেন ১৮তম সংসদ অধিবেশনে’র সভাপতিমন্ডলির সদস্য হলেন২০১৭-১১-১৩T১৪:১৫:০৯+০০:০০
শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত, স্থানীয সংবাদ
দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে সভাপতিমন্ডলির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দিরাই-শাল্লার সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তা। রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে এই মনোনয়ন দেন। এছাড়াও দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের জন্য আরো ৪ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন দেয়া হয়। অন্য সভাপতিমন্ডলির সদস্যরা হলেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরোত্তম, এ বি তাজুল ইসলাম, আবদুল মান্নান ও জিয়াউল হক মৃধা। সভাপতিমন্ডলির সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন। অধিবেশনের শুরুতে একজন সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার এবং ৫ জন সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও মোনাজাত করা হয়। এদিকে অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকাল চারটা থেকে অধিবেশন শুরু হবে। গত ২৪ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের এ অধিবেশন ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আহ্বান করা হয়েছে।
সংবাদ টি পড়া হয়েছে :
২৪৪ বার