টাঙ্গুয়ায় নৌকাডুবি: দুই জেলের সলিল সমাধি
সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে নৌকাডুবিতে দুই জেলে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে হাওরে নৌকাডুবিতে নিঁখোজ হন দুই জেলে। দুপুরে তাদের লাশ ভেসে উঠে। হাওরের ধর্মপাশা উপজেলা অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামের বাসিন্দা আইয়ূব খানের ছেলে শাহ জামাল (৩০) ও একই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে সাবির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০)। দুজনই ভোরে মাছ ধরতে হাওরে গিয়েছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহ জামাল ও মকবুল হোসেন বৃহস্পতিবার ভোরে নৌকা দিয়ে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে যায়। এ সময় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি উল্টে যায়। এসময় তাঁরাও নিঁখোজ হয়ে পড়েন। দুপুরের হাওরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হাওর থেকে দু জনের মরদেহ উদ্ধার করে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ দুই জেলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।