তাহিরপুর উপজেলার টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পটি পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার টেকেরঘাট শহীদ মিনার প্রাঙ্গণে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক জনসভায় এ আশ্বাস দেন মন্ত্রী। জনসভার পূর্বে তিনি টেকেরঘাট পরিত্যক্ত চুনাপাথর খনিজ প্রকল্প পরিদর্শন করেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর হলে এ দেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না, বিএনপি জোট সরকারের আমলে উত্তরাঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উত্তরাঞ্চলে আর মঙ্গা থাকে না। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ জন্যই দেশকে উন্নয়নসহ স্বাবলম্বী করতে বারবার শেখ হাসিনা সরকার দরকার। আমু বলেন, সরকার বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে। কেউ খাবে তো কেউ খাবে না, এ নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পটি পুনরায় চালু করার আশ্বাস দেন তিনি।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি অধ্যাপক আলী মর্তূজা, হাজী আলখাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, আলমগীর খোকন, বাদাঘাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, দলীয় নেতা জুনাব আলী, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক লাকি আক্তার, দলীয় নেতা ইকবাল হোসেন সেলিম, হাজী সাইফুল ইসলাম, মাসুক মিয়া, রায়হান উদ্দিন রিপন, মিলন তালুকদার, সাঞ্জব উস্তার, খালেক মাস্টার, সামায়ুন কবীর, সেলিম হায়দার, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, তানসেন তালুকদার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মবিনুর মিয়া, রোমন আহমেদ তুষা, মনিরাজ ইসলাম, আসমাউল হাসান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী জালাল উদ্দিন, হাজী মোশরফ হোসেন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন কান্তি তালুকদার, বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn