বার্তা ডেক্সঃঃসুনামগঞ্জ পৌরসভার আলফাত উদ্দিন স্কয়ার থেকে কাজির পয়েন্ট পর্যন্ত এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।  বুধবার দুপুর ১২টায়ট্রাফিক পয়েন্টে কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।  এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার হরেশ চন্দ্র দে, পৌরসভার কার্য সহকারী মো. আব্দুস সালাম, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, মো. নাজমুল হোসেন ও মো. আলী হোসেন প্রমুখ। 

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভার সড়কগুলো পরপর চার দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহযোগিতায় আমরা অর্থ বরাদ্দ পেয়েছি। সড়কগুলোকে জনগণের চলাচলের উপযোগি করে দিতে কাজ শুরু হয়েছে।  তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পৌরসভার সকল সড়কের ভাঙাচোরা মেরামত করে জনগণের নির্বিঘ্নে চলাচলের উপযোগি করা হবে। এসময় তিনি করোনা ভাইরাসের পাশাপাশি চারদফা বন্যার কারণে কাজে সৃষ্ট জটিলতার জন্য পৌর নাগরিকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn