ইয়েমেনকে ২০০ কোটি ডলার সহায়তা দিল সৌদি আরব
ইয়েমেনকে সহায়তার লক্ষ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ২০০ কোটি ডলার জমা করেছে সৌদি আরব। ঢাকাস্থ সৌদি দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইয়েমেনে হুতি মিলিশিয়ারা যেসব অপরাধ ও অধিকার লঙ্ঘন করেছে তার ফলে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে দেশটির জনগণ। তারা ধর্ম বা বিবেকের ভয় ছাড়াই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য রাষ্ট্রের সামর্থ্য লুট করেছে। পেট্রোলিয়ামজাত পণ্যসমূহ বিক্রির অর্থসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর রাজস্ব জব্দ করেছে। এছাড়া, ইয়েমেনি রিয়াল সংগ্রহ এবং সুবিধামতো মুদ্রা বিনিময় হারের ওপর কারসাজি করছে।এর ফলে ইয়েমেনি রিয়ালের বিনিময় হারের অবনতি হয়েছে। এর পরিণতি ভোগ করতে হচ্ছে ইয়েমেনি জনসাধারণকে। ইয়েমেনের ভ্রাতৃপ্রতিম নাগরিকদের এই দুর্দশা থেকে উত্তরণের জন্য সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আব্দুল আজিজ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ২০০ কোটি ডলার জমা করার নির্দেশ দিয়েছেন। ইয়েমেনের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নকল্পে তাদের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের জমা করা অর্থের পরিমাণ ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। ইয়েমেনি মুদ্রার মানের ওপর বিশেষ করে এর প্রভাব পড়বে। একই সঙ্গে ইয়েমেনি নাগরিকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেস বিজ্ঞপ্তিতে, ইয়েমেনি সরকারের প্রতি অব্যাহত সমর্থন এবং দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অব্যাহত সহায়তায় কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব।