ডা. প্রিয়াংকা তালুকদার হত্যাকান্ডের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ :: সুনামগঞ্জের মেয়ে ডা. প্রিয়াংকা তালুকদার শান্তা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। শুক্রবার সকাল ১১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিপেষ তালুকদার নান্নু, সুনামগঞ্জ শাখার উপদেষ্ঠা নগেন্দ্র তালুকদার, সহ সভাপতি অ্যাডভোকেট গৌর পদ দাস, ঝন্টু তালুকদার, স্বপন কুমার রায়, অ্যাডভোকেট রুহুল তুহীন, অ্যাডভোকেট রাধা কান্ত সূত্রধর দুগাবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী প্রমুখ। এসম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হিন্দু কমিউনিটি নেতা বিকাশ রঞ্জন চৌধুরী, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হামিদ, বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাস প্রমুখ। এসময় বক্তারা বলেন, ডা. প্রিয়াংকা তালুকদার শান্তাকে শ্বশুর বাড়ীর লোকেরা প্রতিনিহিত শারিরীক ও মানসকিভাবে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে তারা শান্তাকে হত্যা করে। নির্মম এই হত্যাকান্ডে তীব্র নিন্দা প্রতিবাদ জানান তারা। বক্তারা বলেন, একটি চক্র হত্যাকারীদের বাঁচানোর অপচেষ্ঠা করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।