ঢাকা বিভাগ ভেঙে নতুন বিভাগ গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর
ঢাকা বিভাগ ভেঙে নতুন একটি বিভাগ হবে। নতুন সেই বিভাগ ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা নিয়ে গঠিত হবে। প্রশাসনিক কাজের সুবিধার জন্যই এটা করা হবে। আজ বুধবার ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। শেখ হাসিনা ২০১৯ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের প্রতি জঙ্গি, মাদক ও সন্ত্রাসের পথ পরিহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ আমাদের পথ নয়’। তিনি বলেন, যারা ছাত্রছাত্রী, তাদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে হবে। তাদের জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের পথ পরিহার করতে হবে। অভিভাবক, শিক্ষক, আলেম সমাজ, রাজনৈতিক নেতা ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো ছেলেমেয়ে যেন সন্ত্রাস, মাদক ও জঙ্গির পথে যেতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষত অভিভাবকদের সতর্ক নজর রাখতে হবে, তাঁর ছেলে কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, কী করে—সেদিকে নজর রাখতে হবে।
‘ইসলাম জঙ্গিবাদ ও হত্যা সমর্থন করে না’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘ইসলাম সৌভ্রাতৃত্বের ধর্ম, হত্যার বা আত্মহনন ইসলাম সমর্থন করে না। এ কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে, মুসলমানদের সম্মান ধ্বংস হচ্ছে। তাই এ ব্যাপারে আমাদের সবাইকে নজর দিতে হবে।’